জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন নিয়ে ধোঁয়াশা রয়েছে: নুরুল হক

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর | ছবি: সংগৃহীত
0

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন পরবর্তী সংসদের ওপর ছেড়ে দেয়া হয়েছে। তাই এই ঘোষণাপত্র আইনগতভাবে বাস্তবায়ন ধোঁয়াশাপূর্ণ। আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণাপত্র পাঠের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।

এর আগে আজ বিকেলে স্বৈরাচার পতনের বর্ষপূতিতে ২৮ দফা ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন ‍প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

 আরও পড়ুন:

এতে বলা হয়েছে, বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে, ছাত্র-গণঅভ্যুত্থান চব্বিশের উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এ ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে।

সেজু