ম্যাচের চতুর্থ দিনে জয়ের জন্য অজিদের দরকার ছিলো ২০২ রান আর নিউজিল্যান্ডের জিততে প্রয়োজন ৬ উইকেট। বৃষ্টির কারণে দিনের খেলা মাঠে গড়াতে দেরি হয় প্রায় এক ঘণ্টা।
খেলা শুরুর পর ব্যাট হাতে পিচে বেশিক্ষণ টিকতে পারেননি ট্রাভিস হেড। পরে মিচেল মার্শের সঙ্গে অ্যালেক্স ক্যারির জুটিতে ১৪০ রান যোগ হয় স্কোরবোর্ডে। লেগ বিফোরের ফাঁদে পড়ে মার্শের আউটের পরই মাঠ ছাড়েন স্টার্কও।
তখনও জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিলো ৫৯ রান। পরে জয়ের কাজটা প্যাট কামিন্সকে সঙ্গে নিয়ে সারেন ক্যারি।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে নিউজিল্যান্ড করে ১৬২ রান। আর অস্ট্রেলিয়া ২৫৬ রান।