আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্যের খোঁজে নারী ক্রিকেটাররা

0

ভুটান থেকে যখন হাসিমুখ নিয়ে ফিরেছেন নারী ফুটবলাররা, তখন শ্রীলঙ্কা থেকে নারী ক্রিকেটারদের ফেরা ব্যর্থ মনোরথে। পেসার জাহানারা আলম বললেন, দল হিসেবে ভালো খেলতে না পারায় প্রত্যাশিত সাফল্য পাননি তারা। তবে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ বাই ম্যাচ খেলে সাফল্যের খোঁজে তারা।

শ্রীলঙ্কায় নারী এশিয়া কাপ মিশন শেষে দেশে ফিরে, নিজেদের ব্যর্থতা স্বীকার করলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম।এশিয়া কাপের গ্রুপ এমনভাবেই বিন্যস্ত ছিলো যে বাংলাদেশ সেমিফাইনালে খেলতে না পারলে সেটিই হতো অঘটন। এরপরেও সেমিতে পৌঁছানোর প্রাথমিক লক্ষ্যে দেশ ছেড়েছিলো জ্যোতি-জাহানারারা।

সেমিতে পৌঁছালেও ভারত বাধা টপকাতে পারেনি। আর ভালো বোলিংয়ের সামনে আবারও ব্যর্থ ব্যাটাররা। তারুণ্য নির্ভর একাদশ নিয়ে বিতর্ক থাকলেও জাহানারা ব্যাট ধরলেন টিম ম্যানেজমেন্টের পক্ষেই।

পেসার জাহানারা আলম বলেন, 'টিম কম্বিনেশন যেটা টিম ম্যানেজমেন্ট চিন্তা করেছে টিমের ভালোর জন্য সেটাই করা হয়েছে।'

ঘরের মাঠে দু মাস পরই বিশ্বকাপ। এর আগে ব্যাটারদের পারফরম্যান্স স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ ফেলছে। তাই বোধহয় বড় কোন স্বপ্ন দেখতে চাচ্ছেন না সিনিয়র এই ক্রিকেটার। আর ম্যাচ বাই ম্যাচের সেই গৎবাঁধা উত্তরই আসলো তার কাছ থেকে।

তিনি বলেন, 'আমরা চেষ্টা করবো ম্যাচ বাই ম্যাচ ভালো পারফরমেন্স করার জন্য। আমরা সেটাই করবো। আর এইটার জন্য কালেক্টিভ পারফরমেন্স দরকার। তাহলেই ভালো করা সম্ভব।'

বিশ্বকাপ কিংবা বড় আসরগুলোতে দলগত পারফরম্যান্স এর বিকল্প নেই। জ্যোতি-মুর্শিদা, স্বর্ণারা ব্যক্তিগতভাবে ভালো খেললেও টিম বাংলাদেশ হয়ে উঠতে পারেনি, যা কিনা বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য সতর্কবার্তা।