সফরে দু'টি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। গলে ১৭ জুন শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ১৫ জুন দ্বিতীয় টেস্ট শুরু হবে কলম্বোতে। একই ভেন্যুতে দু'টি ওয়ানডে ম্যাচ খেলবে দু'দল। সিরিজের শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে পাল্লেকেলেতে।
১০ জুলাই থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ১৩ জুন শ্রীলঙ্কায় পা রাখবে বাংলাদেশ। এর আগে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে দু'টি আলাদা টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।