বাংলাদেশ সময় সোমবার সকালে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে একাদশে ছিলেন না তিনি। আগামী ৯ আগস্ট ত্রিনিদাদে শুরু হবে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
আরও পড়ুন:
১১ ও ১৩ আগস্ট একই মাঠে হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। ওয়ানডে সিরিজে ফখরের পরিবর্তে দলে কে আসবে, সেটা এখনো নিশ্চিত হয়নি।
এর আগে ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানে হারিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় পাকিস্তান। লডারহিলে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৮৯ রান করে পাকিস্তান।