সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের একটি সিরিজে মাঠে নামবে লিটন দাসের দল। আগস্টের ৩০ তারিখ হবে প্রথম ম্যাচ।
আরও পড়ুন:
এরপর ১ সেপ্টেম্বর দ্বিতীয় এবং ৩ সেপ্টেম্বর হবে তৃতীয় ম্যাচ। সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়। আগামী ২৬ তারিখ বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস দল।
সিরিজ সামনে রেখে এরই মধ্যে ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। ঘোষিত এ দলের প্র্যাকটিস শুরু হবে ১৫ আগস্ট থেকে। ২০ আগস্ট সিরিজ খেলতে সিলেট যাবে বাংলাদেশ দল।