আইপিএল নিলাম কখন ও কোথায়? (When and where is the IPL auction)
- সময়সূচি: আবুধাবির স্থানীয় সময় বেলা ১টায়, ভারতের সময় বেলা আড়াইটা এবং বাংলাদেশে ঠিক বেলা ৩টায় নিলাম শুরু হবে।
- সরাসরি সম্প্রচার (Live Broadcast): স্টার স্পোর্টস ১ ও ২ চ্যানেলে সরাসরি এই ইভেন্ট দেখা যাবে।
আরও পড়ুন:
আইপিএল নিলাম: মোট কতজন খেলোয়াড় কেনা যাবে? (IPL Auction: How many players can be bought in total)
আইপিএলের ১৯তম আসরের মিনি নিলামে ১০টি ফ্র্যাঞ্চাইজি দল মোট ৭৭ জন ক্রিকেটারকে কেনার সুযোগ পাচ্ছে। অর্থাৎ, সব ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডে সম্মিলিতভাবে ৭৭টি আসন খালি রয়েছে।
- মোট খালি আসন: ৭৭টি
- বিদেশি খেলোয়াড়ের জন্য আসন: এই ৭৭টি আসনের মধ্যে ৩১টি আসন বিশেষভাবে ভারতের বাইরে খেলোয়াড়দের জন্য সংরক্ষিত।
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক খালি আসন (সর্বাধিক)
- কলকাতা নাইট রাইডার্স (KKR): সর্বোচ্চ ১৩ জন খেলোয়াড়ের জায়গা খালি।
- সানরাইজার্স হায়দরাবাদ (SRH): ১০ জন খেলোয়াড়ের জায়গা খালি।
আরও পড়ুন:
আইপিএলের ১৯তম আসরের নিলামের খেলোয়াড় ও ক্যাটাগরি বিশ্লেষণ
প্রাথমিকভাবে হাজারেরও বেশি ক্রিকেটার নাম নিবন্ধন করলেও, চূড়ান্ত তালিকায় রয়েছেন ৩৬৯ জন ক্রিকেটার । এদের মধ্য থেকে ১০টি ফ্র্যাঞ্চাইজি মোট ৭৭ জন ক্রিকেটারকে কেনার সুযোগ পাবে। এর মধ্যে ৩১টি জায়গা বিদেশিদের (Foreign Players) জন্য নির্দিষ্ট। এবারের নিলামে আটটি ভিন্ন ক্যাটাগরিতে খেলোয়াড়দের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি ক্যাটাগরিতে ৪০ জন ক্রিকেটার আছেন, যার মধ্যে ভারতীয় মাত্র দুজন—ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) ও রবি বিষ্ণোই। দ্বিতীয় সর্বোচ্চ ক্যাটাগরি ১ কোটি ৫০ লাখ রুপি (1.5 Crore INR)। সর্বনিম্ন ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি।
আরও পড়ুন:
আইপিএল নিলাম: ভিত্তিমূল্য অনুযায়ী ক্রিকেটারদের ক্যাটাগরি
এবারের নিলামে ক্রিকেটারদের মোট আটটি ক্যাটাগরিতে (Eight Categories) ভাগ করা হয়েছে।
ক্রমিক ন্যূনতম ভিত্তিমূল্য (রুপি) ক্রিকেটারের সংখ্যা ১ম ক্যাটাগরি ২ কোটি ৪০ জন ২য় ক্যাটাগরি ১ কোটি ৫০ লাখ ১০ জন ৩য় ক্যাটাগরি ১ কোটি ২৫ লাখ সংখ্যা উল্লেখ নেই ৪র্থ ক্যাটাগরি ১ কোটি সংখ্যা উল্লেখ নেই ৫ম ক্যাটাগরি ৭৫ লাখ সংখ্যা উল্লেখ নেই ৬ষ্ঠ ক্যাটাগরি ৫০ লাখ সংখ্যা উল্লেখ নেই ৭ম ক্যাটাগরি ৪০ লাখ সংখ্যা উল্লেখ নেই ৮ম ক্যাটাগরি ৩০ লাখ সংখ্যা উল্লেখ নেই
আরও পড়ুন:
আইপিএলের ১৯তম আসরের নিলামে বাংলাদেশের ৭ জন তারকারা (Seven Bangladeshi stars in the auction for the 19th edition of IPL)
চূড়ান্ত নিলাম তালিকায় বাংলাদেশের ৭ জন ক্রিকেটার রয়েছেন: মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান, রাকিবুল হাসান এবং শরিফুল ইসলাম।
এবারের নিলামে কে সর্বোচ্চ দাম পেতে পারেন
অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে (Australian Cricketer Cameron Green) নিয়ে আগ্রহ তুঙ্গে। ইএসপিএনক্রিকইনফোর তথ্যমতে, তিনি ২৫ কোটি রুপি ছাড়িয়ে রেকর্ড দামে বিক্রি হতে পারেন। এছাড়া লিয়াম লিভিংস্টোন ও জেমি স্মিথের মতো তারকারাও বড় অঙ্ক পেতে পারেন।
আইপিএল মিনি নিলামে কি বড় কোনো নাম অনুপস্থিত (নিলামে যে তারকারা নেই)
এবারের নিলামে অংশ নিচ্ছেন না গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell), ফাফ ডু প্লেসি (Faf du Plessis) ও মঈন আলীর মতো বড় তারকারা। কলকাতা ছেড়ে দেওয়ার পর আইপিএল থেকে অবসর নিয়ে একই ফ্র্যাঞ্চাইজির পাওয়ার কোচ হয়েছেন আন্দ্রে রাসেল। বাংলাদেশের সাকিব আল হাসানও (Shakib Al Hasan) চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন।
আরও পড়ুন:
আইপিএল স্কোয়াড গঠনের নিয়মাবলী
একটি ফ্র্যাঞ্চাইজি (Franchise) দল আইপিএল-এর জন্য তাদের স্কোয়াড (Squad) তৈরি করার ক্ষেত্রে নিম্নলিখিত আবশ্যক নিয়মগুলো মেনে চলে:
- সর্বোচ্চ খেলোয়াড় সংখ্যা: একটি দলে সর্বোচ্চ ২৫ জন (Twenty-five) খেলোয়াড় থাকতে পারবে।
- সর্বনিম্ন খেলোয়াড় সংখ্যা: স্কোয়াড গড়তে হলে ন্যূনতম ১৮ জন (Eighteen) খেলোয়াড় থাকতেই হবে।
- বিদেশি খেলোয়াড়ের সীমা: একটি স্কোয়াডে সর্বাধিক ৮ জন (Eight) বিদেশি খেলোয়াড় (Foreign Players) রাখা যাবে।
এই সীমার মধ্যে থেকেই প্রতিটি দল আজকের নিলামে (Auction) তাদের প্রয়োজনীয় খালি জায়গাগুলো পূরণ করবে।
আইপিএলের ১৯তম আসরের নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিদের বাজেট ও খালি আসন
তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders-KKR) সর্বাধিক ৬৪.৩০ কোটি রুপি নিয়ে নিলামে অংশ নিচ্ছে। এরপর চেন্নাই সুপার কিংসের (CSK) ঝুলিতে আছে ৪৩.৪০ কোটি রুপি।
ফ্র্যাঞ্চাইজির নাম ঝুলিতে থাকা বাজেট (কোটি রুপি) মোট খালি আসন বিদেশির জন্য খালি আসন কলকাতা নাইট রাইডার্স (KKR) ৬৪.৩০ ১৩ ৬ চেন্নাই সুপার কিংস (CSK) ৪৩.৪০ ৯ ৪ সানরাইজার্স হায়দরাবাদ (SRH) ২৫.৫০ ১০ ২ লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) ২২.৯৫ ৬ ৪ দিল্লি ক্যাপিটালস (DC) ২১.৮০ ৮ ৫ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ১৬.৪০ ৮ ২ রাজস্থান রয়্যালস (RR) ১৬.০৫ ৯ ১ গুজরাট টাইটানস (GT) ১২.৯০ ৫ ৪ মুম্বাই ইন্ডিয়ানস (MI) ৫.০০ ৫ ১ পাঞ্জাব কিংস (PBKS) ১১.৫০ ৪ ২
আইপিএল নিলাম: ফ্র্যাঞ্চাইজিগুলোর কেনার সক্ষমতা (মোট ও বিদেশি খেলোয়াড়)
ফ্র্যাঞ্চাইজির নাম মোট কতজন কিনতে পারবে বিদেশি খেলোয়াড় কেনার সুযোগ কলকাতা নাইট রাইডার্স (KKR) ১৩ জন (সর্বাধিক) ৬ জন (সর্বাধিক বিদেশি) সানরাইজার্স হায়দরাবাদ (SRH) ১০ জন ২ জন চেন্নাই সুপার কিংস (CSK) ৯ জন ৪ জন রাজস্থান রয়্যালস (RR) ৯ জন ১ জন দিল্লি ক্যাপিটালস (DC) ৮ জন ৫ জন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ৮ জন ২ জন লখনউ সুপার জায়ান্টস (LSG) ৬ জন ৪ জন গুজরাট টাইটানস (GT) ৫ জন ৪ জন মুম্বাই ইন্ডিয়ানস (MI) ৫ জন ১ জন পাঞ্জাব কিংস (PBKS) ৪ জন (সর্বনিম্ন) ২ জন
আরও পড়ুন:
আইপিএল নিলামের গুরুত্বপূর্ণ নিয়ম (Auction Rules)
মার্কি সেট (Marquee Set): মিনি নিলাম হওয়ায় এবার কোনো মার্কি সেট থাকছে না। ক্যাপড ব্যাটসম্যানদের (Capped Batsmen) দিয়ে নিলাম শুরু হবে।
অ্যাক্সেলেরেটেড রাউন্ড (Accelerated Round): প্রথম ৭০ জন খেলোয়াড়ের নিলাম শেষে বাকি ক্রিকেটারদের নিয়ে অ্যাক্সেলেরেটেড রাউন্ড শুরু হবে।
আরটিএম কার্ড (RTM Card): ফ্র্যাঞ্চাইজি দলগুলো এবার 'রাইট টু ম্যাচ' (Right to Match) বা আরটিএম কার্ড ব্যবহার করার সুযোগ পাবে না।
চমকপ্রদ আনক্যাপড: জম্মু কাশ্মিরের অলরাউন্ডার আকিব নবী ও রাজস্থান ফাস্ট বোলার অশোক শর্মার মতো আনক্যাপড খেলোয়াড়রা (Uncapped Players) বড় চমক দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
আজকের আইপিএল মিনি নিলাম (IPL Mini Auction) কেবল দলগুলোর স্কোয়াড গোছানোর শেষ সুযোগ নয়, বরং এটি অনেক ক্রিকেটারের ভাগ্য নির্ধারণের মঞ্চ। মুস্তাফিজুর রহমান-সহ (Mustafizur Rahman) বাংলাদেশি ক্রিকেটারদের দল পাওয়া এবং ক্যামেরন গ্রিনের (Cameron Green) মতো তারকারা রেকর্ড দামে বিক্রি হন কিনা, সেই দিকেই সকলের নজর থাকবে।
সন্ধ্যা নাগাদ এই নিলাম শেষ হবে এবং কোন ফ্র্যাঞ্চাইজি (Franchise) তাদের প্রয়োজনীয় খালি আসনগুলো (Available Slots) পূরণ করতে পারল এবং কে কত খরচ করল, সেই চূড়ান্ত চিত্রটি স্পষ্ট হয়ে যাবে।




