বিসিবির ঘোষণা অনুযায়ী, আজ রোববার (২১ ডিসেম্বর) বিকাল ৪টা থেকে শুরু হচ্ছে সিলেট পর্বের টিকিট বিক্রি। তবে দর্শকদের জন্য বিশেষ খবর হলো, এবার আর টিকিট কাউন্টারে লাইনে দাঁড়াতে হবে না; সব টিকিট পাওয়া যাবে কেবল অনলাইনে।
অনলাইনে বিপিএলের টিকিট কেনার পদ্ধতি (How to Buy BPL Ticket Online)
দর্শকরা বিসিবির নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইট (www.gobcbticket.com.bd) থেকে সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন। মাঠে কোনো ফিজিক্যাল কাউন্টার না থাকায় ঘরে বসেই অনলাইন টিকিট (Online Ticket Booking) নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন:
বিপিএল টিকিটের মূল্য তালিকা (BPL Ticket Price List)
এবার বিপিএলে সাধারণ দর্শকদের কথা মাথায় রেখে সর্বনিম্ন টিকিটের দাম রাখা হয়েছে মাত্র ২০০ টাকা। এক টিকিটে দিনের দুটি ম্যাচ উপভোগ করা যাবে। বিভিন্ন গ্যালারির টিকিটের দাম নিচে দেওয়া হলো:
- গ্রিন গ্যালারি ও শহীদ তুরাব স্ট্যান্ড (Green Gallery & Shahid Turab Stand): ২০০ টাকা।
- শহীদ আবু সাঈদ স্ট্যান্ড (Shahid Abu Sayeed Stand): ২৫০ টাকা।
- ক্লাব হাউজ আপার জোন (Club House Upper Zone): ৫০০ টাকা।
- ক্লাব হাউজ জিরো ওয়েস্ট জোন (Club House Zero Waste Zone): ৬০০ টাকা।
- গ্র্যান্ড স্ট্যান্ড (Grand Stand - Upper/Lower): ২,০০০ টাকা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর জন্য এই মূল্যতালিকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন:
বিপিএলে এক টিকিটে ডাবল ধামাকা-এক টিকিটে দেখা যাবে দুই ম্যাচ!(Two Matches with One Ticket)
ক্রিকেট ভক্তদের জন্য সবচেয়ে বড় খবর হলো, বিপিএল ২০২৫-এ প্রতিদিনের দুটি ম্যাচই (Double Headers) উপভোগ করা যাবে একটি মাত্র টিকিট দিয়ে। অর্থাৎ, আপনি সর্বনিম্ন ২০০ টাকার একটি টিকিট কিনলে ওই দিনের দুপুর এবং রাতের দুটি খেলাই মাঠে বসে দেখতে পারবেন।
বিপিএলের টিকিট কেনার পর করণীয় (Physical Ticket Collection)
অনলাইনে টিকিট কেনার পর দর্শকদের একটি ই-টিকিট (E-ticket) বা কনফার্মেশন কোড দেওয়া হবে। তবে স্টেডিয়ামে প্রবেশের জন্য অনেক সময় এই ই-টিকিটের বিপরীতে মূল ফিজিক্যাল টিকিট (Physical Ticket) সংগ্রহ করতে হতে পারে। বিসিবি জানিয়েছে, টিকিট সংগ্রহের নির্দিষ্ট পয়েন্টগুলো পরবর্তীতে এসএমএস বা ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে কোনোভাবেই স্টেডিয়ামের বুথে টিকিট পাওয়া যাবে না।
আরও পড়ুন:
নিরাপত্তা ও নিষিদ্ধ সামগ্রী (Security & Prohibited Items)
মাঠে প্রবেশের আগে দর্শকদের কড়া নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে গ্লাস বা প্লাস্টিকের বোতল (Plastic Bottles), ধারালো বস্তু, লাইটার, দাহ্য পদার্থ এবং প্রফেশনাল ক্যামেরা নিয়ে গ্যালারিতে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
বিপিএলের ম্যাচের পরিবর্তিত সময়সূচী (Revised Match Timings)
উদ্বোধনী দিনের (২৬ ডিসেম্বর) ম্যাচের সময়ে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের কারণে ওই দিন প্রথম ম্যাচ শুরু হবে বিকেল ৩টায় এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে রাত ৭:৪৫ মিনিটে। অন্যান্য দিনের ম্যাচগুলো সাধারণত দুপুর ১:৩০ এবং সন্ধ্যা ৬:৩০ মিনিটে শুরু হবে।
আরও পড়ুন:




