হংকংয়ে মেসির এক ফুটবল ভক্ত

0

শিশু বয়স থেকে মেসির অন্ধ ভক্ত হংকং অঞ্চলের বাসিন্দা টিমোথি চেন। ফুটবল খেলা বোঝামাত্রই মেসি ছাড়াও ঝুঁকেছেন তারকা ফুটবলার নেইমার, রোনালদোর খেলার প্রতি।

বিশ্বজুড়ে মেসি, নেইমার, রোনালদো, এমবাপ্পের ভক্ত সংখ্যা অগণিত। যাদের অতিমাত্রার ভালোবাসায় মাঝে মধ্যে ফুটবলারদের পড়তে হয় বিড়ম্বনায়। তেমনি ভক্তদের বয়সেরও কোনো সীমা নেই। মেসি-রোনালদোর সঙ্গে দাঁড়িয়ে শিশু থেকে বৃদ্ধ এক সুরে গেয়ে উঠে গান। আবার কখনও প্রিয় ফুটবলারের জন্য গলা ফাটিয়ে চিৎকার।

১২ বছরের টিমোথি চেন। হংকং অঞ্চলের এক উন্মাদ ফুটবল ভক্ত। শৈশব পেরিয়ে কৈশোরে পা রাখা টিমোথির বেশিরভাগ সময়ই কাটে ফুটবল খেলার বলের সঙ্গে মধুর সম্পর্ক তৈরিতে। স্বপ্ন বড় ফুটবলার হওয়ার।

টিমোথি চেন বলে, 'ফুটবল খেলা আমি পছন্দ করি। তাই ফুটবল খেলার সময়টা অনেক বেশি উপভোগ করি। অবসর সময়ে বন্ধুদের সাথে খেলি। এর মাধ্যমে নিজেদের সম্পর্কগুলো আরও শক্তিশালী হয়। ফুটবল শুরু করার পর থেকে মেসির খেলা দেখতে বেশি ভালো লাগে।'

বিশ্বসেরা ফুটবলার হওয়ার স্বপ্নের বীজ বুনেছেন নিজের অদৃশ্য মনের মনি কোঠায়। নিজ বাসাতেই ব্যস্ত তা পূরণে। মেসিকে আইডল মেনে সামনের দিকে এগিয়ে চলেছেন টিমোথি।

মেসির আর্জেন্টিনা ছাড়াও ফুটবলের নামকরা অনেক ক্লাবের পতাকার ছবিও আছে টিমোথি চেনের কাছে। তবে টিমোথি জানে স্বপ্ন আর বাস্তবতায় অনেক ফারাক। তাই পথ কঠিন হলেও নিজেকে ফুটবলার হিসেবেই গড়ে তোলার স্বপ্ন তার।