আফ্রিকান নেশন্স কাপের ফাইনাল

0

আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে নাইজেরিয়া ও স্বাগতিক আইভরিকোস্ট।

দেশটির অলিম্পিক স্টেডিয়ামে রাত ২টায় শুরু হবে ম্যাচটি। চ্যাম্পিয়ন হওয়া দল পাবে রেকর্ড ৭০ লাখ মার্কিন ডলার। আর রানার আপ দলের ঝুলিতে যাবে ৪০ লাখ ডলার।

চলতি আসরে দুর্দান্ত খেলতে থাকা নাইজেরিয়ার লক্ষ্য চতুর্থবারের মতো শিরোপা জেতা। দলটির ফরোয়ার্ড লাইনে আছেন আফ্রিকান বর্ষসেরা ফুটবলার ভিক্টর ওশিমেন। এমনকি গ্রুপ পর্বে স্বাগতিক দলটিকেই ১-০ গোলে হারায় ঈগলরা।

অন্যদিকে নাইজেরিয়ার সাথে হারটা বাদ দিলে পুরো আসর জুড়েই অসাধারণ খেলেছে আইভরিকোস্ট। সবশেষ ২০১৫ সালে আফ্রিকান শিরোপা জিতেছে স্বাগতিকরা। দলটির লক্ষ্য এবার তৃতীয় ট্রফি ঘরে তোলা।