হামজাকে দেখার পর প্রবাসী ফুটবলারের খোঁজে ভারত

লাল সবুজের পোস্টার বয় হামজা চৌধুরী
লাল সবুজের পোস্টার বয় হামজা চৌধুরী | ছবি: সংগৃহীত
0

হামজাকে বাংলাদেশ দলে ভিড়ানোর পর ভারতও প্রবাসী ফুটবলারদের যুক্ত করার ব্যাপারে আগ্রহী। এমন ইঙ্গিত দিয়েছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। সুনীল ছেত্রীর বিকল্প তৈরি করতে এই পথে হাঁটছে দেশটির ফেডারেশন।

হামজাকে বাংলাদেশ দলে ভিড়ানোর পর ভারতও প্রবাসী ফুটবলারদের যুক্ত করার ব্যাপারে আগ্রহী। এমন ইঙ্গিত দিয়েছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। সুনীল ছেত্রীর বিকল্প তৈরি করতে এই পথে হাঁটছে দেশটির ফেডারেশন।

প্রবাসী ফুটবলার আগে থেকেই খেলছেন বাংলাদেশ দলে। জামাল ভূঁইয়া, তারিক কাজী তাদের মধ্যে অন্যতম।

তবে, জাতীয় দলে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি বিশ্বজুড়ে বেশ সাড়া ফেলেছে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই তারকাকে নিয়ে সতর্ক ভারতও।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে শক্তিমত্তা বাড়াতে এরই মধ্যে অবসর ভেঙে দলে ফেরানো হয়েছে সুনীল ছেত্রীকে। দলে যোগ দিয়েই আবারও নিজেকে প্রমাণ করেছেন ছেত্রী। মালদ্বীপকে ৩-০ গোলে হারানোর ক্ষেত্রে অবদান রেখেছেন অভিজ্ঞ এই ফুটবলার। তারপরও অবসর ভেঙে দলে ফেরায় তাকে নিয়ে সমালোচনা চলছে দেশটির ক্রীড়াঙ্গনে।

তবে ৪০ বছর বয়সী ফুটবলারের বিকল্প বের করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার বলে মনে করছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। যে কারণে প্রবাসী ফুটবলারদের নিয়ে ভাবছে ভারতীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

এজন্য নীতি তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছেন দেশটির ফুটবল ফেডারেশন প্রধান। তিনি মনে করছেন, বিদেশি ফুটবলারদের দলে নিলে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে।

যদিও, দ্বৈত নাগরিক হলে ভারতের হয়ে খেলার সুযোগ নেই। এ কারণে অনেকেই আগ্রহী হলেও শেষ পর্যন্ত ভারতের জার্সি গায়ে জড়াতে পারেননি। এমনকি ভারতও প্রবাসী ফুটবলারদের বিষয়ে তেমন গুরুত্ব দেয়নি।

এবার হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে আসায় সেটার প্রভাব পড়েছে ভারতের ফুটবলে। মঙ্গলবার বাংলাদেশ-ভারত লড়াইয়ে এই তারকার প্রভাব আরো স্পষ্ট হতে পারে।

সেজু