ভারত-ইংল্যান্ড শেষ টেস্ট: দুই দলেই থাকছে পরিবর্তন

ভারত-ইংল্যান্ড ম্যাচের একটি মুহূর্ত
ভারত-ইংল্যান্ড ম্যাচের একটি মুহূর্ত | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজের শেষ টেস্ট মাঠে গড়াবে আগামী ৩১ জুলাই। ওভালের সেই ম্যাচকে সামনে রেখে দুই দলই নিজেদের স্কোয়াডে এনেছে পরিবর্তন।

ম্যানচেস্টারে ৪র্থ টেস্ট শেষ হওয়ার একদিন পরেই ইংল্যান্ডের স্কোয়াডে যুক্ত হয়েছেন জেমি ওভারটন। ওভাল টেস্টে দলের পেস বিভাগকে শক্তিশালী করতেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) এমন সিদ্ধান্ত। 

ম্যানচেস্টার টেস্টে লম্বা স্পেলে বোলিং শেষে অস্বস্তিতে ভুগছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। এছাড়া এরই মধ্যে টানা চার টেস্টে খেলেছেন ক্রিস ওকস। 

এসব বিবেচনায় জেমি ওভারটনকে শেষ টেস্টের দলে যুক্ত করেছে ইসিবি। অন্যদিকে, ভারত দলে এসেছেন উইকেটরক্ষক ব্যাটার নারায়ণ জগদিশান। নিয়মিত উইকেটরক্ষক ঋশাভ পান্থের ইনজুরিতে দলে এসেছেন তিনি।

এসএইচ