ঢাকার দূষণ ছেড়ে যশোরে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প, প্রবাসী ফুটবলারের ছড়াছড়ি

যশোরে প্রস্তুতি ক্যাম্পে অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়রা | ছবি: এখন টিভি
0

ঢাকার দূষণ ছেড়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে যশোরে। একাধিক প্রবাসী ফুটবলার নিয়ে শক্তিশালী দল লাল সবুজের প্রতিনিধিদের। কোচ-খেলোয়াড় সবারই লক্ষ্য চ্যাম্পিয়নশিপ।

দেশের ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা হলো। প্রথমবার রাজধানীর বাইরে জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের দুই সপ্তাহব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে।

রাজধানীর কোলাহল আর কমলাপুরের অস্বাস্থ্যকর পরিবেশের চেয়ে যশোরের গ্রামীণ পরিবেশের এই একাডেমি নজর কেড়েছে সবার।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার জালাল উদ্দিন বলেন, ‘খেলোয়াড়দের যা দেখলাম, আমি অনেক আশাবাদী। এই খেলোয়াড় নিয়ে আমি একটা ভালো জায়গায় যেতে পারবো। আমার মনে হয় না কোনো চাপ হবে, যে ভালো খেলোয়াড় আছে মনে হবে কোনো চাপ হবে।’

হামজা চৌধুরীর অভিষেকের পর দেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়ের জোয়ার। বয়সভিত্তিক দলেও আছেন একাধিক প্রবাসী। এদের মধ্যে ফাহমিদুলের সাথে ইতালিয়ান লিগে খেলা আব্দুল কাদির যেন সকলের মধ্যমণি।

প্রথমবারের মতো দেশের জার্সি গায়ে জড়ানোর আগেই তার চোখে সাফজয়ের স্বপ্ন। একই স্বপ্ন বুনছেন দলের কোচ গোলাম রাব্বানী ছোটনও।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ফুটবলার আবদুল কাদির বলেন, ‘আমি প্রতিদিন আমার সেরাটা দিতে চাই।’

গোলাম রাব্বানী ছোটন বলেন, ‘আমাদের তো অবশ্যই প্রত্যাশা আছে। এবং সাফে তো আমরা সবসময়ই ভালো করার জন্যই যাই।’

বয়সভিত্তিক ফুটবলে দক্ষিণ এশিয়ায় বরাবরই বড় নাম বাংলাদেশ। এবারের অনূর্ধ্ব ১৯ দলটিই গেল সাফ অনূর্ধ্ব-১৭ এর রানার্স আপ। তাই বয়স বদলালেও টুর্নামেন্ট দিয়েই গেল আসরের প্রতিশোধ নিতে চায় টিম বাংলাদেশ।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ফুটবলার ইসমাইল হোসেন মাহিন বলেন, ‘কষ্ট তো আছেই, মরা গত দুইবার অনূর্ধ্ব-১৭ ফাইনালে উঠে ট্রফি নিতে পারিনি। সেই আক্ষেপটা তো আছেই ভেতরে। সেটা এখন ঘোচাতে চাই।’

বৃহস্পতিবার শুরু হওয়া ফুটবল দলের দুই সপ্তাহের ক্যাম্প শেষে বিকেএসপির টার্ফে অনুশীলন করবে দল। ৯ মে থেকে ১৯ মে ভারতের অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত হবে এবারের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ।

এসএস