দলবদলের গুঞ্জন শুরু হয়েছে হামজাকে কেন্দ্র করে

হামজা চৌধুরী
হামজা চৌধুরী | ছবি: সংগৃহীত
0

ফুটবল দলবদলের মৌসুমে গুঞ্জন শুরু হয়েছে বাংলাদেশি তারকা হামজা চৌধুরীকে কেন্দ্র করে। নিজ লিগের দল রেক্সহ্যাম এএফসির নজরে রয়েছেন ২৭ বছর বয়সী এ মিডফিল্ডার।

একাধিক ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, হলিউড অভিনেতা রায়ান রেইনল্ডসের মালিকানাধীন রেক্সহ্যাম বাংলাদেশের তারকা হামজাকে দলে পেতে আগ্রহী। বিগত কয়েক বছর ধরেই ইংলিশ ফুটবলে আলোচিত দল রেক্সহ্যাম।

ইংলিশ পঞ্চম বিভাগ থেকে শুরু করে বর্তমানে প্রথম বিভাগ ফুটবলে উঠে এসেছে ক্লাবটি। এবারে দলের লক্ষ্য চ্যাম্পিয়নশিপ থেকে সরাসরি প্রিমিয়ার লিগ নিশ্চিত করা। আর সেই লক্ষ্যেই হামজা চৌধুরীকে নিয়ে দলটির আগ্রহ প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুন:

চলতি মৌসুমে এরইমাঝে দল ঢেলে সাজিয়েছে রেক্সহ্যাম। আর তাতে নতুন সংযোজন হতে পারেন হামজা চৌধুরী।

এসএস