সিটি গ্রুপ বর্ষসেরা প্রথম আলো ক্রীড়া পুরস্কার পেলেন ঋতুপর্ণা চাকমা

ঋতুপর্ণা চাকমা ও ক্রীড়া পুরস্কার ইভেন্ট
ঋতুপর্ণা চাকমা ও ক্রীড়া পুরস্কার ইভেন্ট | ছবি: সংগৃহীত
0

সিটি গ্রুপ বর্ষসেরা প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২৪ এ বর্ষের ক্রীড়াবিদ হলেন ঋতুপর্ণা চাকমা। আজ (শনিবার, ৯ আগস্ট) সোনারগাঁও হোটেলের ওয়েসিসে ২০২৪ সালের কৃতীদের হাতে তুলে দেয়া হয় বর্ষসেরার পুরস্কার। ২০২১ সাল থেকেই এই পুরস্কারের পৃষ্ঠপোষক হিসেবে আছে সিটি গ্রুপ।

বাংলাদেশের দাবার 'রাণী' ক্রীড়াবিদ রানি হামিদের কাছ থেকে বর্ষসেরা পুরস্কার গ্রহণ করেন ঋতুপর্ণা চাকমা। এছাড়া বর্ষসেরা রানার আপ হয়েছেন ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। দ্বিতীয় রানার আপ তাসকিন আহমেদ।

এছাড়া ২০২৪ সালে বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন জাতীয় দলের স্ট্রাইকার তহুরা খাতুন। সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন দাবাড়ু মনন রেজা।

সেজু