
গ্রেপ্তারের ঝুঁকি মাথায় নিয়েই আলাস্কায় পা রাখতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট!
ইউক্রেনে যুদ্ধাপরাধের দায়ে মাথার উপর আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও; কীভাবে আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? তবে কি গ্রেপ্তারের ঝুঁকি মাথায় নিয়েই আলাস্কায় পা রাখতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট। নাকি সেখানে গিয়ে বিচারের মুখোমুখি হওয়ার বিন্দু পরিমাণ শঙ্কা নেই বলেই ট্রাম্পের ডাকে সারা দিচ্ছেন?

এক টুকরো ভূখণ্ডও ছাড় দেবে না কিয়েভ: জেলেনস্কি
অঞ্চল ভাগাভাগি করে যুদ্ধ নিষ্পত্তির জন্য যে পূর্ব প্রস্তুতির প্রয়োজন তার অভাব থাকায় ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে আশাবাদী নন বিশ্লেষকরা। এমনকি, হাইভোল্টেজ বৈঠক সফল হলে ইউক্রেন যুদ্ধের অবসান হবে এমনটা ভাবার সময় আসেনি বলেই মনে করছেন তারা। বরং বিশ্লেষকরা বলছেন, রুশ প্রেসিডেন্টের মন রক্ষার জন্য এ বৈঠক নিয়ে এত আগ্রহ দেখাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে জেলেনস্কি সাফ জানিয়ে দিয়েছেন, এক টুকরো ভূখণ্ডও ছাড় দেবে না কিয়েভ।

শান্তিচুক্তিতে রাশিয়া ও ইউক্রেন: হতে পারে ভূখণ্ড বিনিময়
মার্কিন প্রেসিডেন্টের ইঙ্গিত
ইউক্রেনে যুদ্ধবিরতির লক্ষ্যে আগামী ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের কথা নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। শান্তিচুক্তিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভূখণ্ড বিনিময় করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এরইমধ্যে দ্বিতীয় দফা সাক্ষাতের জন্য ট্রাম্পকে রাশিয়ায় আমন্ত্রণ জানিয়েছে ক্রেমলিন। অন্যদিকে ইউক্রেনীয় প্রেসিডেন্টের দাবি, যুদ্ধবিরতির জন্য রাশিয়ার ওপর চাপ প্রয়োগের বিকল্প নেই।

জমি পুনর্দখলে প্রতিশ্রুতিবদ্ধ জেলেনস্কি
রুশ বাহিনী পা রাখা মানেই ওই ভূমি রাশিয়ার, এমন নীতিতে অটুট দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে ভূমি পুনর্দখলে প্রতিশ্রুতিবদ্ধ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ অবস্থায় যুদ্ধ থামাতে ট্রাম্প-পুতিনের আসন্ন বৈঠক আদৌ কাজে আসবে কি-না তা নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ বন্ধে রাজি না হলে ট্রাম্পের দেয়া বাণিজ্য নিষেধাজ্ঞার হুমকি রুখে দেয়ার কৌশল হিসেবেই হয়তো আপাতত ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন পুতিন।

ট্রাম্প-পুতিনের বৈঠকেও যুদ্ধ না থামার শঙ্কা ইউক্রেনীয়দের
ট্রাম্প-পুতিনের বৈঠকের মধ্য দিয়ে যুদ্ধ থামানো সম্ভব হবে না বলে শঙ্কায় ইউক্রেনীয়রা। পুতিনের কথায়-কাজে মিল নেই বলে অভিযোগও তুলে এই শঙ্কার কথা জানান তারা। অন্যদিকে সন্দিহান ও সম্ভাবনার মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন রুশ জনগণ। আর যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে কিছু না বললেও দুই নেতার বৈঠকটি ঐতিহাসিক ঘটনা হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন পুতিনের বিনিয়োগ দূত কিরিল দিমিত্রিভ। শান্তি প্রক্রিয়ায় ইউরোপকেও পাশে চাইছে ইউক্রেন।

আগামী সপ্তাহে ট্রাম্প-পুতিন সাক্ষাৎ, মস্কোর সঙ্গে যুদ্ধবিরতির আশা জেলেনস্কির
আগামী সপ্তাহেই পুতিনের সঙ্গে দেখা করবেন ট্রাম্প। ক্রেমলিনের বরাত দিয়ে এ কথা নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়াও পুতিনের সঙ্গে উইটকফের বৈঠকে দুর্দান্ত অগ্রগতি হয়েছে বলে দাবি ট্রাম্পের। এদিকে যুদ্ধ বন্ধে এরইমধ্যে রাশিয়াকে শুল্কের মাধ্যমে শায়েস্তা করার চেষ্টায় যুক্তরাষ্ট্র। তাই এবার মস্কোর সঙ্গে যুদ্ধবিরতির আশা করছেন জেলেনস্কি।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে ভারতকে টার্গেট করেছে ট্রাম্প!
রাশিয়ার রপ্তানিকৃত তেলের ৪৯ শতাংশের বাজার চীন। অথচ বেইজিংয়ের চেয়েও বেশি মার্কিন শুল্কের মুখে নয়াদিল্লি। বিশ্লেষকদের ধারণা, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ প্রয়োগের জন্য দেশটির অন্যতম বাণিজ্য অংশীদার ভারতকে টার্গেট করেছেন ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই সমঝোতায় আসতে না পারলে ক্ষতিগ্রস্ত হবে ভারতের অর্থনীতি।

৩ লাখ ডলারের রুশ ড্রোন ধ্বংস করছে ৪০০ ডলারের ইউক্রেনীয় এফপিভি, আগ্রহী যুক্তরাষ্ট্র
৩ লাখ ডলারের রুশ মার্লিন ড্রোনকে সফলভাবে ভূপাতিত করছে মাত্র ৪০০ ডলারের ইউক্রেনীয় এফপিভি ড্রোন। তাই দূরপাল্লার মিসাইলের বিনিময়ে কিয়েভের কাছ থেকে স্বল্পমূল্যের ড্রোন কিনতে চায় ওয়াশিংটন। এরইমধ্যে ড্রোন ইন্টারসেপ্টর প্রোগ্রামের জন্য ৬ কোটি ডলারের বেশি বরাদ্দ করেছে জেলেনস্কি প্রশাসন।

ট্রাম্প-মোদির সম্পর্কে বৈরিতা বাড়ছে!
চীনের সঙ্গে হাত মিলিয়ে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থ সহায়তা দিচ্ছে ভারত। নয়াদিল্লির বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। রোববার (৩ আগস্ট) হোয়াইট হাউসের ডেপুটি প্রধান স্টিফেন মিলার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। হোয়াইট হাউসের এমন অভিযোগের কোন প্রতিক্রিয়া না জানালেও, মস্কোর কাছ থেকে তেল কেনা বন্ধ করবে না বলে জানিয়েছে ভারত। এতে বৈরিতা বাড়তে পারে ট্রাম্প-মোদির বন্ধুত্বপূর্ণ সম্পর্কের।

যুদ্ধবিরতিতে রাজি না হলে রাশিয়াকে কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ট্রাম্পের
আগামী শুক্রবারের মধ্যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি না হলে রাশিয়াকে কঠোর নিষেধাজ্ঞা ভোগ করার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মস্কো সফরের কথা জানিয়ে এ হুমকি দিলেন তিনি। এর আগে রাশিয়ার কাছে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশের পর কামান ও সাবমেরিন-বিধ্বংসী যৌথ মহড়া শুরু করেছে রাশিয়া-চীন।

রাশিয়ার কাছাকাছি দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের
পুতিনের ঘনিষ্ঠ মেদভেদেভের পারমাণবিক হুমকির জবাবে রাশিয়ার কাছাকাছি অঞ্চলে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে যুদ্ধবিরতি ইস্যুতে ট্রাম্পের দেয়া আল্টিমেটাম উপেক্ষা করায় মেদভেদেভের উস্কানিতেই মার্কিন নিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

কিয়েভে রুশ হামলায় নিহত ২৬; পুতিনের শাসনের অবসান চান জেলেনস্কি
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার অব্যাহত হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। আহত অন্তত দেড় শতাধিক। রুশ প্রতিরক্ষা বিভাগের দাবি, বৃহস্পতিবারের এই হামলার ইউক্রেনীয় সেনাদের বিমানঘাঁটি, অস্ত্র ভাণ্ডারসহ কিয়েভের সেনা কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন বাস্তবতায় রুশ প্রশাসনের ওপর চাপ বাড়াতে পশ্চিমা মিত্রদের আহ্বান করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। হেলসিঙ্কি অ্যাকর্ডস কনফারেন্সে দেয়া ভাষণে ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের স্বাধীনতার প্রশ্নে পুতিনের শাসনের অবসান প্রয়োজন।’