হুতিদের ৫০ রিয়ালের ধাতব মুদ্রা বাতিল করলো ইয়েমেন সরকার
হুতি বিদ্রোহীদের চালু করা ৫০ রিয়ালের নতুন ধাতব মুদ্রা বাতিল করেছে ইয়েমেন সরকার। তাদের অভিযোগ, নতুন মুদ্রা দেশটির ভঙ্গুর অর্থনীতিকে হুমকির মুখে ফেলবে। অন্যদিকে হুতি নিয়ন্ত্রিত কেন্দ্রীয় ব্যাংক বলছে তারল্য সংকট মেটাতে এবং নোটের প্রতিস্থাপনে নতুন মুদ্রা সহায়ক ভূমিকা পালন করবে।