হুতিদের ৫০ রিয়ালের ধাতব মুদ্রা বাতিল করলো ইয়েমেন সরকার

ধাতব মুদ্রা
ধাতব মুদ্রা | ছবি: সংগৃহীত
0

হুতি বিদ্রোহীদের চালু করা ৫০ রিয়ালের নতুন ধাতব মুদ্রা বাতিল করেছে ইয়েমেন সরকার। তাদের অভিযোগ, নতুন মুদ্রা দেশটির ভঙ্গুর অর্থনীতিকে হুমকির মুখে ফেলবে। অন্যদিকে হুতি নিয়ন্ত্রিত কেন্দ্রীয় ব্যাংক বলছে তারল্য সংকট মেটাতে এবং নোটের প্রতিস্থাপনে নতুন মুদ্রা সহায়ক ভূমিকা পালন করবে।

ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংক দুটি আলাদা ব্যবস্থায় পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়। একটি অংশ এডেন শহরে অবস্থিত ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণে। যা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। অন্যটি রাজধানী সানাতে অবস্থিত, যা হুতি গোষ্ঠীর নিয়ন্ত্রণে। বিনিময় হারসহ আলাদা আর্থিক ও মুদ্রা ব্যবস্থাও চালু আছে দুই পক্ষের মধ্যে। এছাড়া, হুতি নিয়ন্ত্রীত অঞ্চলে ইয়েমেন সরকারের নোট প্রবেশ নিষিদ্ধ।

গেল শনিবার ৫০ রিয়াল মূল্যের নতুন একটি ধাতব মুদ্রা চালু করে ইয়েমেনের হুতি গোষ্ঠী। তাদের দাবি, বাজারে নতুন ধাতব মুদ্রা প্রবর্তন করার অন্যতম লক্ষ্য ছিল ক্ষতিগ্রস্ত কাগজের ব্যাংক নোটগুলো প্রতিস্থাপন করা। এছাড়া, ধাতব মুদ্রার মান উন্নত করা।

রাজধানী সানায় অবস্থিত হুতি নিয়ন্ত্রিত কেন্দ্রীয় ব্যাংক বলছে, বাজারে অর্থের তারল্য সংকট নিরসনে নতুন মুদ্রা সহায়ক ভূমিকা রাখবে। এছাড়া, বাজারে অর্থ সরবরাহ ও বিনিময় হারেও খুব একটা প্রভাব পড়বে না। সানার বাসিন্দারাও নতুন মুদ্রার ব্যাপারে ইতিবাচক।

বাসিন্দাদের একজন বলেন, ‘নতুন ৫০ রিয়ালের ধাতব মুদ্রা আমাদের অনেক উপকার করবে। নষ্ট হওয়া কাগজের নোটগুলোকে সহজেই তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবে।’

আরেকজন বলেন, ‘নতুন মুদ্রা ইয়েমেনের অর্থনীতিতে সহায়ক ভূমিকা রাখবে। ধাতব মুদ্রাটি ভালো একটি বিকল্প হয়ে দাঁড়াবে।’

তবে হুতিদের চালু করা নতুন মুদ্রা বাতিল করেছে ইয়েমেন সরকার। হুতিদের এই পদক্ষেপকে ধ্বংসাত্মক বলে নিন্দা জানিয়েছে সরকার নিয়ন্ত্রিত কেন্দ্রীয় ব্যাংক। এটি দেশের ভঙ্গুর অর্থনীতির জন্য হুমকিস্বরূপ।

তবে ইয়েমেনে দুটি আলাদা আর্থিক কর্তৃপক্ষ থাকার কারণে আর্থিক বিভাজন গভীর হয়েছে। বিনিময় হারে পার্থক্য তৈরি হয়েছে ব্যাপক। মার্কিন ডলারের বিনিময় হার সানায় ৫৩৫ রিয়াল হলেও, এডেনে তা ২,৮০০ রিয়াল। এতে মৌলিক পণ্যের দাম বেড়েছে বহুগুণ।

অর্থনৈতিক বিশ্লেষক আহমেদ সাঈদ শামাখ বলেন, ‘আর্থিক বিভাজন অর্থনীতির সব দিক এবং ক্ষেত্রকে প্রভাবিত করেছে। এটি ইয়েমেনি সমাজের সব স্তরকে ক্ষতি করছে। দুর্বল করে তুলেছে ক্রয় ক্ষমতা, বাড়ছে পণ্যের দাম। দেশটির অর্থনীতির প্রকৃত চিত্রও পাওয়া সম্ভব হয় না। কালোবাজারির একটি বড় সুযোগ তৈরি হচ্ছে।’

দেড় বছরেরও কম সময়ের মধ্যে হুতি গোষ্ঠী স্থানীয় বাজারে দ্বিতীয় দফায় নতুন মুদ্রা চালু করলো। এর আগে ২০২৪ সালের মার্চে ১০০ রিয়াল মূল্যের একটি নতুন মুদ্রা বাজারে এনেছিল। সেটিও প্রত্যাখ্যান করেছিল ইয়েমেন সরকার। ২০১৪ সালের শেষদিকে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর হুতি গোষ্ঠী উত্তর ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করছে।

সেজু