দেড় দশকে সব ষড়যন্ত্র আর নীলনকশার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল গণভবন
গেল দেড় দশকে সব ষড়যন্ত্র আর নীলনকশার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে উঠেছিল পতিত সরকারপ্রধানের বাসভবন হিসেবে পরিচিত গণভবন। দেশিয়-আন্তর্জাতিক বিভিন্ন তদন্ত সংস্থার নথিতে উঠে আসছে সে তথ্য। বলা হচ্ছে, এ গণভবন থেকেই ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই গণভবন থেকেই শেষ মুহূর্তে আন্দোলন দমনে সমন্বিত ও ব্যাপক হত্যাযজ্ঞের পরিকল্পনা করেন তিনি। সবশেষ যখন জনতার ক্ষোভ আর রক্তে উল্টে যায় স্বৈরাচারের মসনদ তখন এ গণভবন থেকে ভারতে পালিয়ে যান।