শৃঙ্খলা ফেরানোর এনইআইআরে অচল দেশের মোবাইল বাজার
নিঃস্ব হওয়ার শঙ্কায় লাখো পরিবার
শৃঙ্খলার নামে চালু হয়েছিল ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার (এনইআইআর)। কিন্তু সেই শৃঙ্খলাই অচল করে দিয়েছে দেশের মোবাইল বাজার। দুই সপ্তাহ ধরে তালাবদ্ধ রাজধানীর বড় বড় মোবাইল মার্কেট। একদিকে গ্রেপ্তার আতঙ্কে ঘরছাড়া ব্যবসায়ীরা, অন্যদিকে, কোটি কোটি টাকার লোকসানের শিকার হওয়ায় নিঃস্ব হওয়ার শঙ্কায় লাখো পরিবার।