একজোড়া জুতার দাম ২৪ লাখ টাকারও বেশি! কার্বন ফাইবারের হাই হিল জুতা তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন সার্বিয়ার জুতা কারিগর। ফাইবার ছাড়াও নারীদের এ জুতায় ব্যবহার করা হয়েছে স্বর্ণের প্রলেপ, চামড়া ও চীনামাটি।