একজোড়া জুতার দাম ২৪ লাখ টাকারও বেশি!

কার্বন ফাইবারের হাই হিল জুতা
কার্বন ফাইবারের হাই হিল জুতা | ছবি: সংগৃহীত
0

একজোড়া জুতার দাম ২৪ লাখ টাকারও বেশি! কার্বন ফাইবারের হাই হিল জুতা তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন সার্বিয়ার জুতা কারিগর। ফাইবার ছাড়াও নারীদের এ জুতায় ব্যবহার করা হয়েছে স্বর্ণের প্রলেপ, চামড়া ও চীনামাটি।

একটি জুতা শুধু পায়ের আরাম নয়; এটি ফুটিয়ে তোলে ব্যক্তিত্ব ও রুচির প্রতিফলন। নান্দনিক এক জোড়া জুতা আপনার পায়ের সৌন্দর্য যেমন বাড়ায়, তেমনি বাড়ায় আত্মবিশ্বাস। ফরমাল, ক্যাজুয়াল, স্পোর্টস ও কেডস পুরুষদের পাশাপাশি আজকাল নারীদের জুতাতেও এসেছে স্টাইলিশ ও আধুনিকতার ছোঁয়া।

উত্তর সার্বিয়ার নোভি সাদ শহরের এই কারখানায় তৈরি হচ্ছে দামি জুতা। নতুন প্রজন্মের জুতার কারিগর আলেকজান্ডার ব্র্যাসার। স্বর্ণের প্রলেপ, চামড়া, চীনামাটি ও কার্বন ফাইবার দিয়ে তৈরি হচ্ছে নারীদের হাই ও লো হিলের স্টাইলিশ জুতো। থাকছে কারুকাজও।

কারিগর জানান, নিজের গাড়ি বিক্রি করা অর্থ বিনিয়োগ করেছেন ব্যবসায়। প্রায় দুই বছরের প্রচেষ্টার পর মিলেছে সুফল। জুতা টেকসই, হালকা ওজনের হিল তৈরিতে ব্যবহার করা হয়েছে বিশেষ কাঠামো।

কারিগর আলেকজান্ডার ব্র্যাসার বলেন, ‘জুতাটির নকশা ও তৈরিতে আমার প্রায় দুই বছর সময় লেগেছে। সোলের ভেতরের অংশ কার্বন ফাইবার দিয়ে তৈরি পাশাপাশি ২৪ ক্যারেট স্বর্ণের অলংকরণ রয়েছে।’

তিনি বলেন, ‘আমার কাছে এখন ৩৯ সাইজের জুতা আছে। এখন ৩৩ থেকে ৪২ সাইজ পর্যন্ত তৈরির চেষ্টা করছি। আমরা কোনও বড় প্রতিষ্ঠান নই। আমরা কারুশিল্প নিয়ে কাজ করি, প্রতিটি জুতা অনেক মনোযোগ এবং প্রচেষ্টা দিয়ে তৈরি করা হয়।’

নান্দনিক এই জুতা দুবাই এবং প্যারিসের ফ্যাশন শোতেও প্রদর্শন করা হয়েছে। কাঠের বক্সের পাশাপাশি জুতার সঙ্গে ফ্রি দেয়া হবে চীনামাটির বাসন দিয়ে তৈরি একটি পার্স। আর এ জুতা কিনতে ক্রেতাদের গুণতে হবে ২৪ লাখ ৭ হাজার ৮৮০ টাকা।

সেজু