বাহরাইনে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের এশিয়ান কাপের প্রস্তুতি শুরু
এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাইয়ের প্রস্তুতিতে এখন বাহরাইনে বাংলাদেশ। বৃহস্পতিবার পৌঁছেই অনুশীলনে নামে টিটুর দল। কাতার থেকে যোগ দিয়েছেন তিন অভিজ্ঞ ফুটবলার। ১৮ ও ২২ আগস্ট দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। মূল লক্ষ্য ২০২৬ সালে সৌদি আরবে হতে যাওয়া মূলপর্বে জায়গা করে নেওয়া।