এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বের জন্য জোর প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে বাহরাইনে পৌঁছে সেদিনই মাঠে নামে সাইফুল বারী টিটুর শিষ্যরা। রাত সাড়ে ১০টা থেকে শুরু হওয়া অনুশীলনে ছিল ফিটনেস, বল কন্ট্রোল ও দলীয় সমন্বয় নিয়ে কাজ।
দলটির সঙ্গে কাতার থেকে সরাসরি যোগ দিয়েছেন এএফসি চ্যালেঞ্জ লিগে খেলা তিন ফুটবলার রিমন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ ও মুজির রহমান জনি। এ তিনজনের অভিজ্ঞতা দলকে দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। দলের ম্যানেজার শাহিন হাসানের কণ্ঠে প্রস্তুতির সঙ্গে টুর্নামেন্টেও সফলতার প্রত্যাশা।
আরও পড়ুন:
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দলের ম্যানেজার শাহিন হাসান বলেন, ‘সবাই সুস্থ আছেন। এবং আমরা আজকে এখানে লোকাল টাইম ৭টা থেকে ট্রেনিং শুরু করেছি। আমাদের ট্রেনিং চলছে, তো আল্লাহর রহমতে সবাই সুস্থ আছে। সবাই ভালোভাবে ট্রেনিং করছে।’
১৮ ও ২২ আগস্ট বাহরাইনে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে দলটি।এশিয়ান কাপের বাছাইপর্ব শুরু হবে আগামী সেপ্টেম্বরে। সেখানে ভালো ফল করে ২০২৬ সালের জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিতব্য মূলপর্বে জায়গা করে নিতে চায় বাংলাদেশ।
আশা জাগানিয়া এই তরুণ দল নিজেদের প্রমাণের অপেক্ষায়। আর প্রস্তুতির প্রতিটি ধাপে তারা রাখছে পেশাদারিত্বের ছাপ। সামনে বাছাই, তারপর মূল লড়াইয়ে জন্য গন্তব্য এশিয়ান মঞ্চ।