সিলেটে পাথর লুটের সঙ্গে প্রশাসনের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা: বিভাগীয় কমিশনার
সাম্প্রতিক সময়ে সিলেটে পাথর লুটের ঘটনায় প্রশাসনের কেউ জড়িত থাকার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী। আজ (বুধবার, ২০ আগস্ট) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।