সিলেটে পাথর লুটের সঙ্গে প্রশাসনের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা: বিভাগীয় কমিশনার

সাদা পাথর লুট, ইনসেটে বিভাগীয় কমিশনার
সাদা পাথর লুট, ইনসেটে বিভাগীয় কমিশনার | ছবি: এখন টিভি
0

সাম্প্রতিক সময়ে সিলেটে পাথর লুটের ঘটনায় প্রশাসনের কেউ জড়িত থাকার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী। আজ (বুধবার, ২০ আগস্ট) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

পাথর লুটের সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে তালিকা প্রকাশ করবে কি না প্রশাসন সে প্রসঙ্গে বিভাগীয় কমিশনার বলেন, ‘সরকারের সকল ইন্টেলিজেন্স এ ব্যাপারে কাজ করছে। সময় হলেই অপরাধীদের তালিকা প্রকাশ করা হবে।’

পাথর ও পর্যটন রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে কিনা এমন প্রসঙ্গে তিনি বলেন, ‘পাথর রক্ষাসহ সীমান্ত এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সিলেট সেক্টরে নতুন একটি বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে।’

গত বছরের ৫ আগস্টের পর থেকে বড় লুটপাট হয়েছে উল্লেখ করে বিভাগের সর্বোচ্চ এ কর্মকর্তা বলেন, ‘এখন সংরক্ষণের ব্যবস্থা জোরদার করা হচ্ছে। ভবিষ্যতেও এটি চলমান থাকবে।’

এএইচ