বঙ্গোপসাগরে মাসব্যাপী জরিপ চালাবে নরওয়েজিয়ান গবেষণা জাহাজ
আগামী ২১ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের সমুদ্র এলাকায় জরিপ চালাবে নরওয়েজিয়ান গবেষণা জাহাজ আর. ভি. ড. ফ্রিজফ ন্যানসেন, যেখানে বাংলাদেশের বিভিন্ন সংস্থার ১৩ গবেষকসহ বিশ্বের ২৬ জন গবেষক অংশ নেবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান তিনি।