নারী ফ্যাশনের আইকন শ্যানেল: আত্মবিশ্বাস ও প্রগতিশীলতার প্রতীক
শ্যানেল শুধুমাত্র একজন ডিজাইনারই ছিলেন না, তিনি নারীর ফ্যাশনকে আধুনিক যুগের কেন্দ্রে স্থাপন করেছেন। আত্মবিশ্বাসী ও প্রগতিশীল নারীদের জন্য একবিংশ শতাব্দীতেও তিনি অপ্রতিদ্বন্দ্বী আদর্শ। ট্যুইড জ্যাকেট, লিটল ব্ল্যাক ড্রেস থেকে শুরু করে পারফিউম পর্যন্ত, তার ফ্যাশন হাউজের প্রতিটি সৃজনশীল সৃষ্টি আজও আইকন হিসেবে ধরা হয়। সেই সময়ে যখন নারীরা সীমাবদ্ধ পোশাকের মধ্যে আবদ্ধ ছিল, শ্যানেলের ডিজাইন তাদের মার্জিত ও আভিজাত্যবোধের সঙ্গে নতুন রূপে আত্মপ্রকাশের সুযোগ দিয়েছিল।