আমদানি শুরুর ৭ দিন পর হিলি স্থলবন্দরে চাল খালাস শুরু, দাম কমার আশা
দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে চাল আমদানির অনুমতি দেয় সরকার। আমদানি অনুমতি পাওয়ার পর গত ১২ আগস্ট (মঙ্গলবার) থেকে হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয় চাল আমদানি। তবে আমদানি হলেও শুল্ক জটিলতায় বন্দর থেকে চাল খালাস করতে পারেনি ব্যবসায়ীরা। নানা নাটকীয়তার পর গতকাল দুপুরে ৫৯.৫০ শতাংশ শুল্ক কমিয়ে সার্ভার আপডেট করে ২ শতাংশ এআইটি নির্ধারণ করে দেয় এনবিআর। এতে স্বস্তি ফিরতে শুরু করে ব্যবসায়ীদের মাঝে।