আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) বিকেল ৩টায় পারমিতা এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান বিল অব এন্ট্রি দাখিল করে চাল খালাস কার্যক্রম শুরু করে। আমদানিকৃত প্রতি টন চাল ৫২৫ ডলারে শুল্কায়ণ হচ্ছে।
পারমিতা এন্টারপ্রাইজের প্রতিনিধি রাসেদ ফেরদৌস বলেন, ‘কাস্টমসের সার্ভারে ২ শতাংশ এআইটি দিয়ে আমরা চাল খালাস শুরু করেছি। এরইমধ্যে আমাদের প্রতিষ্ঠানের দুটি ট্রাক থেকে চাল খালাস শুরু হয়েছে। ৫২৫ মার্কিন ডলারে প্রতি টন চাল শুল্কায়ণ করা হচ্ছে। বাজারে কয়েকদিনের মধ্যে চালের দাম কমে আসবে।’
আরও পড়ুন:
বন্দরের চাল ব্যবসায়ী নেজাম বলেন, ‘আজ বিকেল থেকে চাল খালাস শুরু হয়েছে। চাল ক্রয়ের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসেছেন। আজ আমি আমদানিকৃত ৯০ টন সম্পা কাটারি চাল ক্রয় করেছি এটা ঢাকায় যাবে। প্রতি কেজি চাল ক্রয় করেছি ৬৯ টাকা কেজি দরে।’ চালের আমদানি যত বাড়বে দাম তত কমবে বলেও জানান তিনি।
হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, ‘চাল আমদানি বেশ কয়েকদিন আগেই শুরু হয়েছে। তবে গতকাল পর্যন্ত সার্ভারে শুল্ক সংক্রান্ত জটিলতার কারণে কেউ বিল অব এন্ট্রি দাখিল করেনি। সে জটিলতা এখন নেই। চাইলে আমদানিকারকরা চাল খালাস করতে পারবেন। এরইমধ্যে দুই একজন বিল অব এন্টি দাখিল করেছে। বন্দর থেকে চাল খালাস শুরু হয়েছে। যেহেতু বেশ কয়দিন থেকে চাল গুলো বন্দরে পড়ে আছে তাই দ্রুত পরীক্ষণ, শুল্কায়ণ কার্যক্রম করার চেষ্টা করছি যাতে আমদানিকারকরা বাজারে চাল গুলো দ্রুত সরবরাহ করতে পারে।’
হিলি কাস্টমসের তথ্যমতে, গেলো ১২ আগস্ট হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। এখন পর্যন্ত ১৪০টি ভারতীয় ট্রাকে প্রায় ৬ হাজার টন চাল আমদানি হয়েছে এ বন্দর দিয়ে।