মানিকগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
মানিকগঞ্জের সদর উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ তিনটি ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ (রোববার, ২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার সাথী দাস।