জরুরি অবস্থা তুলে নির্বাচনের ঘোষণা দিলো মিয়ানমারের জান্তা সরকার
দীর্ঘ সাড়ে চার বছর পর জরুরি অবস্থা প্রত্যাহার করলো মিয়ানমারের জান্তা সরকার। এক বিবৃতিতে ক্ষমতাসীন জান্তা বাহিনী জানায়, আগামী ডিসেম্বরে দেশটিতে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। এরইমধ্যে তারা প্রস্তুতিও শুরু করেছে। যদিও বিরোধী দলগুলো নির্বাচন বর্জনের ডাক দিয়েছে। নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরির ওপর জোর দিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।