ভারত সিরিজ দিয়েই অবসরে যাচ্ছেন নারী ক্রিকেটের কিংবদন্তি অ্যালিসা হিলি
ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। সাত হাজারের বেশি আন্তর্জাতিক রান ও উইকেটের পেছনে আড়াইশো ডিসমিসালের অধিকারী হিলি। নারী ক্রিকেটে বেশ কিছু অসামান্য কীর্তির অধিকারী তিনি।