সহযোগিতা স্থগিত করায় ইরান ছেড়েছেন আইএইএ সদস্যরা
ইরান সহযোগিতা স্থগিত করায় তেহরান ছেড়েছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সদস্যরা। গতকাল (শুক্রবার, ৪ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক টুইট বার্তায় এ কথা জানায় সংস্থাটি। তবে আইএইএ’র সব সদস্য নয় বরং অল্প কিছু সদস্য তেহরান ছেড়েছে বলে জানায় আল জাজিরা। অবশ্য ইরান ছাড়লেও শিগগিরই পরমাণু কর্মসূচি ইস্যু নিয়ে তেহরানের সঙ্গে পুনরায় আলোচনায় বসার কথা জানান সংস্থাটির ডিরেক্টর জেনারেল রাফায়েল গ্রোসি।