আফ্রিকান কাপ অব নেশন্স: শেষ ষোলো নিশ্চিত নাইজেরিয়ার
টানা দুই জয়ে আফ্রিকান কাপ অব নেশন্সের শেষ শোলো (রাউন্ড অব সিক্সটিন) নিশ্চিত করেছে নাইজেরিয়া। ৫ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে দলটি জয় পেয়েছে তিউনিসিয়ার বিপক্ষে। মরক্কোর স্পোর্টিফ দে ফেসে ম্যাচের প্রথম গোল আসে ৪৪ মিনিটে।