মরক্কোর স্তাদে অলিম্পিক দে রাবাত স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল তিউনিসিয়া ও তানজানিয়া। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এর মাধ্যমে শেষ ষোলোতে উঠেছে দুই দলই।
আরও পড়ুন:
এছাড়া উগান্ডাকে ৩-১ গোলে হারায় নাইজেরিয়া। সুপার ঈগলসদের হয়ে জোড়া গোল করেন রাফায়েল ওনেইদিকা। বেনিনের বিপক্ষে সেনেগাল ও বোতসোয়ানার বিপক্ষে কঙ্গো ৩-০ ব্যবধানে জয় পেয়েছে। সেনেগালের হয়ে গোল করেন আবদোউলায়ে সেক, হাবিব দিয়াল্লো ও চেরিফ এনদিয়ে।
কঙ্গোর হয়ে গায়েল কাকুতা জোড়া গোল করেন। অপর গোল আসে নাথানেল এমবুকুর পা থেকে। এর মাধ্যমে ১২টি দল রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করলো।




