খামেনিকে হত্যা করলে চাপ সামলাতে পারবে না ইসরাইল; বলছেন বিশ্লেষকরা
ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করলে আন্তর্জাতিক যে চাপ তৈরি হবে ইসরাইল তা সামলাতে পারবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। পাশাপাশি আয়াতুল্লাহ খামেনিকে সরিয়ে দিলে মধ্যপ্রাচ্য সংঘাত থামবে এমন কোনো সম্ভাবনাও দেখছেন না তারা। বরং নিজেদের মধ্যে চলমান সংঘাত থামাতে হলেও বিদেশি মিত্র রাষ্ট্রের দ্বারস্থ হতে হবে তেহরান-তেল আবিবকে। এদিকে সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্টের পররাষ্ট্র নীতি অকার্যকর বলে মন্তব্য বিশ্লেষকদের।