ইসরাইলি সার্বভৌমত্ব
নেতানিয়াহুর বিরোধিতা সত্ত্বেও ইসরাইলি সার্বভৌমত্ব প্রতিষ্ঠার বিল অনুমোদন নেসেটের

নেতানিয়াহুর বিরোধিতা সত্ত্বেও ইসরাইলি সার্বভৌমত্ব প্রতিষ্ঠার বিল অনুমোদন নেসেটের

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সার্বভৌমত্ব প্রতিষ্ঠার বিষয়ে একটি বিলে প্রাথমিক অনুমোদন দিয়েছে ইসরাইলি পার্লামেন্ট নেসেট। প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও কিছু দলের সদস্যের বিরোধিতার মধ্যেও বিলটি পাস হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, পশ্চিম তীরের অধিগ্রহণ গাজা শান্তিচুক্তিকে হুমকির মুখে ফেলবে। হামাস ও আরব রাষ্ট্রের সদস্যরাও এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক বিচার আদালত জানিয়েছে, ফিলিস্তিনিদের জন্য কাজ করা জাতিসংঘ সদস্যরা হামাস বা অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীর অংশ নয়, তবে ইসরাইল এই রায় প্রত্যাখ্যান করেছে।