ইনজুরিতে ভুগছেন পিএসজি স্ট্রাইকার উসমান ডেম্বেলে
হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভুগছেন পিএসজি স্ট্রাইকার উসমান ডেম্বেলে। লিগ আঁর ম্যাচে স্ত্রাসবুরের বিপক্ষে মাঠে নামতে পারবেন না দেম্বেলে। তবে চ্যাম্পিয়ন্স লিগে আগামী বুধবার আর্সেনাল ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ লুইস এনরিকে।