ইনজুরিতে ভুগছেন পিএসজি স্ট্রাইকার উসমান ডেম্বেলে

পিএসজি স্ট্রাইকার উসমান ডেম্বেলে
পিএসজি স্ট্রাইকার উসমান ডেম্বেলে | ছবি: সংগৃহীত
0

হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভুগছেন পিএসজি স্ট্রাইকার উসমান ডেম্বেলে। লিগ আঁর ম্যাচে স্ত্রাসবুরের বিপক্ষে মাঠে নামতে পারবেন না দেম্বেলে। তবে চ্যাম্পিয়ন্স লিগে আগামী বুধবার আর্সেনাল ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ লুইস এনরিকে।

চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন তিনি। সব ধরনের প্রতিযোগিতা মিলে গোল করেছেন ৩৩টি। চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিপক্ষে জয় সূচক গোল ও এসেছে তার পা থেকে। যদিও সেই ম্যাচ শেষ করতে পারেননি।

ইনজুরির জন্য আর্সেনালের বিপক্ষে ম্যাচের ৭০ মিনিটে মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি।

সেজু