শাহজালাল বিমাবন্দরে হাদি, এয়ার অ্যাম্বুলেন্সে নেয়া হচ্ছে সিঙ্গাপুরে
রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে বিমানবন্দরে নেয়া হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে। আজ (সোমবার, ১৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তাকে হাসপাতাল থেকে বিমানবন্দরের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে তুলে দিতে সার্বিক ব্যবস্থাপনা ও বিমানবন্দরে গিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা, বিশেষ সহকারী ও স্বাস্থ্য সচিব।