কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক
আটটি স্থানে ধস, মেরিন ড্রাইভ রক্ষায় পরিকল্পনায় টেকসই সি-ওয়াল

আটটি স্থানে ধস, মেরিন ড্রাইভ রক্ষায় পরিকল্পনায় টেকসই সি-ওয়াল

তিন বছর ধরে ভাঙনের কবলে কক্সবাজার-টেকনাফের মেরিন ড্রাইভ এলাকা। চলতি মৌসুমে ৮টি স্পটে ভেঙে গেছে আড়াই কিলোমিটার অংশ। যাতে মেরিন ড্রাইভ ঘেঁষা গ্রামবাসীর মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। প্রতি বছর জিও ব্যাগ ফেলা ও মাটি ভরাটসহ নানা সংস্কার কার্যক্রম চালানো হলেও নেই স্থায়ী সমাধান। সাগরের উত্তাল ঢেউ ও নৌকা রাখা-ই ভাঙনের মূল কারণ, বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। পর্যটনের আকর্ষণীয় এ এলাকা রক্ষা এবং সড়ক যোগাযোগ টিকিয়ে রাখতে এবার পরিকল্পনা হচ্ছে টেকসই সি-ওয়াল নির্মাণের।