ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার
ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত দিয়ে ভারতে কোরবানির পশুর চামড়া পাচার রোধে সতর্কাবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ইতোমধ্যে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবির ২৫ ব্যাটালিয়ন। এছাড়া ভারতীয় নাগরিকদের অবৈধ পুশ ইন ঠেকাতেও কঠোর অবস্থানের কথা জানিয়েছে বিজিবি। এজন্য সীমান্তবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।