খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলা ভারত সীমান্তবর্তী। এ তিন উপজেলার ৭৩ কিলোমিটার সীমান্তের মধ্যে ৩১ কিলোমিটার বিজিবির ২৫ ব্যাটালিয়ন এবং ৪২ কিলোমিটার সীমান্ত ৬০ ব্যাটালিয়নের অধীনে। ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ আখাউড়ার একাংশ ও বিজয়নগর এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মূলত প্রতি বছর ঈদুল আজহাকে ঘিরে সীমান্ত দিয়ে কুরবানির পশুর চামড়া পাচারে সক্রিয় হয়ে উঠে চোরাকারবারীরা। এর প্রেক্ষিতে সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্তে যেকোনো অপরাধ তৎপরতা ঠেকাতে তৎপর রয়েছে বিজিবি। ইতোমধ্যে চামড়া পাচার রোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। কোনো অবস্থাতেই সীমান্ত দিয়ে পশুর চামড়া পাচার এবং মাদক চোরাচালান ও অবৈধ পুশ ইন করতে দেয়া হবে না।