‘যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের শত্রু’
যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের শত্রু বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম। আজ (শনিবার, ৯ আগস্ট) বিকেলে নেত্রকোণার দুর্গাপুরে কমিউনিস্ট পার্টির জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।