তিনি বলেন, ‘যারা নির্বাচন দিতে চাচ্ছে না, নির্বাচন বিলম্ব করতে চায়, যারা পিআর এর নামে সংখ্যানুপাতিক নির্বাচন চায়, গণভোটের নামে যারা নির্বাচন দীর্ঘায়িত করতে চায় তারাই হলো বর্তমানে গণতন্ত্রের শত্রু।’
কমরেড মোহাম্মদ শাহ আলম বলেন, ‘আওয়ামী লীগের আমলে ২০১৪-২৪ পর্যন্ত মানুষ নিজের ভোট নিজে দিতে পারে নাই। মানুষের ভোটাধিকার আওয়ামী লীগ নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল। যে লড়াই হলো জুলাই আগস্টে এটা কিসের লড়াই এটা মানুষের ভোটাধিকারের লড়াই। গণতন্ত্র প্রতিষ্ঠা করার লড়াই। ৫ আগস্ট পর্যন্ত এ দেশের শত্রু ছিল হাসিনা সরকার আর ৫ আগস্টের পরের শত্রু হলো যারা দেশ, বন্দর খেয়ে ফেলতে চায়, করিডর দিতে চায়, স্টারলিংক এর সঙ্গে লিংক আপ করেছে তারাই গণতন্ত্রের শত্রু।’
তিনি বলেন, ‘ভারতে ২০ কোটির উপরে মুসলমান রয়েছে। আর আমাদের এখানে দুই কোটির উপরে হিন্দু এবং আদিবাসী আছে। ভারতে হিন্দু রাজত্ব করতে চায় মোদি আরএসএস। আর এখানে বহুজন ধর্মীয় রাষ্ট্র করতে চায় বাংলাদেশে। ভারতের ২০ কোটি মুসলমান কি কোনদিন রামরাজ্য মেনে নেবে? আর বাংলাদেশে ২ কোটি হিন্দু আদিবাসী কোনোদিন ইসলামী শাসন মেনে নেবে না। আজকে যারা ধর্মকে রাজনীতিতে ব্যবহার করছে এর মধ্য দিয়ে মানুষের কোনো মুক্তি নাই।’
মোহাম্মদ শাহ আলম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি স্বৈরাচারী সরকার হাসিনাকে উচ্ছেদ করতে সফল হয়েছে এ দেশের জনগণ। আওয়ামী দুঃশাসনকে পরাজিত করেছে দেশের জনগণ। জুলাই অভ্যুত্থানে প্রায় ১৪শ মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে। যারা এখনো জীবনের সঙ্গে লড়াই করছে। কিন্তু এখনো তারা সুচিকিৎসা পাচ্ছে না। অন্তর্বর্তী সরকার এখনও শহীদদের প্রকৃত তালিকা করতে পারেনি।’
এর আগে দুপুর থেকেই দুর্গাপুর উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এ সময় উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডাক্তার দিবালোক সিংহ। জনসভা শেষে একটি র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব মোড়ে এসে শেষ হয়।