কোরবানি ঈদ ঘিরে নড়াইলে কামারশালায় বেড়েছে ব্যস্ততা
ঈদুল আজহাকে সামনে রেখে বাড়ে দা, বটি, ছুরি, চাপাতির মত পণ্যের চাহিদা। তাই, ব্যস্ততা বেড়েছে নড়াইলের কামারশালাগুলোতে। গত বছর নড়াইলে অন্তত ১৭ কোটি টাকার কামার পণ্য বিক্রি হয়েছে। এবার ঈদ ঘিরে অন্তত দুই কোটি টাকার লোহার তৈরি পণ্যের বেচাকেনার আশা সংশ্লিষ্টদের।