গাজার ক্যাথলিক গির্জায় ইসরাইলি হামলায় নিহত ৩; একদিনেই প্রাণহানি ৯৪
গাজার একমাত্র ক্যাথলিক গির্জায়ও প্রাণঘাতি হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে ৩ জনসহ বৃহস্পতিবার (১৭ জুলাই) একদিনে প্রাণ গেছে ৯৪ জনের। গির্জায় চালানো হামলা ইসরাইলিদের ভুল ছিল বলে নেতানিয়াহু স্বীকার করেছে— এমনটা জানিয়েছে হোয়াইট হাউজ। ইউনিসেফ জানিয়েছে ইসরাইলি হামলায় গাজায় প্রতিদিন গড়ে প্রাণ যাচ্ছে ২৮ শিশুর। এদিকে এক জনমত জরিপের তথ্য বলছে, বেশিরভাগ ইসরাইলি মনে করেন এ যুদ্ধ থেকে ইসরাইলের কোনো লক্ষ্যই অর্জন হবে না।