তিন দফা দাবিতে আন্দোলনে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা
তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করেছে নারায়ণগঞ্জের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা দাবি আদায়ের লক্ষ্যে প্রথম দিন অর্ধদিবস ক্লাস বর্জন কর্মসূচি পালন করে। আজ (শনিবার, ১৭ মে) শিক্ষাপ্রতিষ্ঠানের মেরিন ও শিপ বিল্ডিং ডিপ্লোমা ছাত্র কল্যাণ পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।