দোহায় চলছে খেজুর মেলা, দোকান সাজিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা
কাতারের রাজধানী দোহা সুক ওয়াকিফে চলছে খেজুর মেলা। ১৫ দিনব্যাপী এ মেলায় হরেক রকমের খেজুরের দোকান সাজিয়ে বসেছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। দশমবারের মতো কাতারের রাজধানী দোহা সুক ওয়াকিফে শুরু হয়েছে বৈচিত্র্যময় খেজুর মেলা। ১৫ দিনব্যাপী এ খেজুর মেলায় একশোর বেশি দোকান সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।